কক্সবাজারের টেকনাফে একটি গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দুই বোন।
উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালীর লামারপাড়া এলাকায় একটি ডোবা থেকে শনিবার বেলা ৩টার দিকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করেন এলাকাবাসী।
দুই শিশু হলো স্থানীয় নুর কবিরের মেয়ে ছয় বছর বয়সী কমলা ও চার বছরের জান্নাত আরা।
ওই দুই শিশুর পরিবারের বরাত দিয়ে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ জানান, দুপুরে দুই শিশু বাড়ির পাশেই খেলছিল। কিছু সময় পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে বিকেলে ওই এলাকার একটি বড় গর্তের জমাট বাঁধা পানিতে তাদের মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী।
তিনি আরও জানান, লামারপাড়া এলাকার হোছন আহমেদ ইটভাটায় মাটি বিক্রি করায় সেখানে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে সেখানে পানি জমেছে। ওই গর্তে ডুবেই শিশু দুটির মৃত্যু হয়েছে।
ইউপি চেয়ারম্যান বলেন, ‘গর্ত করে মাটি বিক্রির কথা আমরা ৯৯৯ নাম্বারেও কল করে বলেছি। কিন্তু কোনো লাভ হয়নি।’
এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়ছে। তাদের পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেয়া হবে।