নেত্রকোণার দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাহাবুব নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় আবু হানিফ নামে আরও এক শ্রমিক আহত হন।
পৌর শহরের বাগিচাপাড়া এলাকায় শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাবুবের বাড়ি মোহনগঞ্জ উপজেলায়। তিনি দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের আগাড় গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।
আহত আবু হানিফ জানান, বাগিচাপাড়া এলাকার সাইদুল ইসলামের বাড়িতে দোতলার নির্মাণকাজ করছিলেন তারা। এ সময় নিচ থেকে অন্য শ্রমিকরা দড়িতে বেঁধে লোহার রড ওপরে তুলছিলেন। তখন দোতলার সামনে থাকা বিদ্যুতের খুঁটির তারে রড লেগে যায়। এ সময় বিদ্যুতায়িত হয়ে তিনি ও মাহাবুব আহত হন। অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক মাহাবুবকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম জানান, মাহাবুবের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। পরিবারের লোকজন এলে আইনি ব্যবস্থা নেয়া হবে।