দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের গুদাম ঘর থেকে ২৪৬ কয়েল বৈদ্যুতিক তার চুরি হয়েছে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তাদের এ বিষয়টি জানানো হয়নি।
বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দশ তলা ভবনের প্রকল্প ম্যানেজার রানা সেন এবং ইঞ্জিনিয়ারিং সেকশনের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম নিউজবাংলাকে এই খবর জানিয়েছেন।
তারা বলেন, চুরি হওয়া তারগুলোর মধ্যে আছে ১.৫ আরএম কালো তারের ৭৫ কয়েল, ১.৫ আরএম লাল তারের ২৬ কয়েল, ২.৫ আরএম লাল তারের ১০০ কয়েল ও ২.৫ আরএম কালো তারের ৪৫ কয়েল। সব মিলিয়ে চুরি হয়েছে প্রায় ১০ লাখ টাকা মূল্যের তার। শুক্রবার রাতের কোনো এক সময় চুরির এই ঘটনা ঘটে।
প্রকল্প ম্যানেজার রানা সেন বলেন, ‘শনিবার সকালে এসে দেখি স্টোর রুমের হ্যাসবোর্ড ভেঙে অনেক তার চুরি হয়েছে। আমরা খতিয়ে দেখছি কীভাবে তারগুলো চুরি হলো। এ ব্যাপারে এখন কিছু বলতে পারবো না।’
বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার জানান, তিনি এখনও চুরির বিষয়টি শুনেননি।
তিনি বলেন, ‘তারগুলো চুরি হলে এর দায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিতে হবে। তাদের নিজস্ব সিকিউরিটি গার্ড ছিল সেখানে। তারা এখনও কাজ আমাদের কাছে হস্তান্তর করেনি। সুতরাং তাদেরকেই এই তার চুরির দায়ভার নিতে হবে।’