যশোরে এক দিনে করোনাভাইরাস শনাক্তের রেকর্ড হয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৫১টি নমুনা পরীক্ষায় ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন আক্রান্তের হার ৪৯ শতাংশ।
এ সময় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।
এর আগে শুক্রবার ৫৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৭১ জনের করোনা শনাক্ত হয়েছিল; যা এক দিনের মাথায় এই রেকর্ড ভাঙল।
সিভিল সার্জন অফিসের মুখপাত্র মো. রেহনেওয়াজ শনিবার জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৯৪০টি নমুনা পরীক্ষায় ৪৬৯ জনের পজিটিভ এসেছে।
এ ছাড়া খুলনা মেডিক্যাল কলেজে ১১টি নমুনা পরীক্ষায় একজনের পজিটিভ এসেছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, ‘যশোরে করোনা সংক্রমণ এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্যবিধি পালন ছাড়া এ অবস্থা থেকে মুক্তি নেই।’
এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় যশোরে টানা তৃতীয় সপ্তাহের লকডাউন শুরু হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, ‘২৩ জুন মধ্যরাত থেকে এই লকডাউন জেলাজুড়ে সম্প্রসারণ করা হয়েছে। যা কার্যকর করতে এবার আরও কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন।’