বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদ্মা সেতু এলাকায় আরেক ভারতীয় আটক

  •    
  • ২৬ জুন, ২০২১ ১৩:৩৪

মামলার তদন্ত কর্মকর্তা ফরিদ মিয়া জানান, শনিবার রাত আড়াইটার দিকে সেতু এলাকায় সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। সেনাবাহিনীর টহল সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু তার ভাষা এবং গতিবিধি সন্দেহজনক হওয়ায় জাজিরা থানায় হস্তান্তর করা হয়।

সন্দেহজনক ঘোরাঘুরির সময় শনিবার রাতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রূপসা রায় নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে । বুধবার রাতে একই এলাকা থেকে আটক করা হয় আরেক ভারতীয় নাগরিক বিজয় কুমার রায়কে।

পুলিশ জানায়, পদ্মা সেতু এলাকায় টহল দেয়ার সময় শনিবার রাত আড়াইটার দিকে রূপসা রায় নামে এক ব্যক্তিকে আটক করে সেনাবাহিনী। পরে তাকে শরীয়তপুরের জাজিরা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে রূপসার বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সন্দেহভাজন রূপসার বাড়ি ভারতের গুজরাট বিল্লা গ্রামে। বাবার নাম খোরা রায় এবং মায়ের নাম চিবু।

মামলার তদন্ত কর্মকর্তা ফরিদ মিয়া জানান, পদ্মা সেতু এলাকায় ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা পদ্মা সেতু এলাকায় টহল দিচ্ছিলেন। শনিবার রাত আড়াইটার দিকে সেতু এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে সেনাবাহিনীর টহল সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু তার ভাষা এবং চালচলন সন্দেহজনক হওয়ায় আটক করা হয়।

তিনি আরও জানান, বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার দুই ঘণ্টা পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে জাজিরা প্রান্তে এলপিজি গেট এলাকা থেকে বুধবার রাত আড়াইটার দিকে ভারতীয় নাগরিক বিজয় কুমার রায়কে আটক করে সেনাবাহিনী।

পরে ওই ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট আইনে জাজিরা থানায় মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে তাদের কাছে থেকে পাওয়া তথ্য যাচাই চলছে।

এ বিভাগের আরো খবর