বরগুনায় সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীকে হারিয়েছে ব্রাজিল সমর্থকগোষ্ঠী।
স্থানীয় সংগঠন ফ্রেন্ডস সার্কেলের আয়োজনে শুক্রবার বিকেল ৪টায় এক ঘন্টার এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় টাইব্রেকারে আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয় ব্রাজিল সমর্থকগোষ্ঠী।
ব্রাজিল সমর্থকগোষ্ঠীর ফুটবলার কে এম শফিকুল ইসলাম শাওন বলেন, ‘খেলার তিন মিনিটের মাথায় রেদওয়ান আকন গোল করে আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যান। পরে প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে ব্রাজিল সমর্থক গোষ্ঠী।
তিনি আরও বলেন, ‘দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১৫ মিনিটের মাথায় হাদিস খান একটি গোল করলে খেলায় সমতায় ফেরে ব্রাজিল সমর্থকগোষ্ঠী। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।’
টাইব্রেকারে ব্রাজিল সমর্থকগোষ্ঠীর হয়ে বিজয় সূচক গোলটি করেন সোহেল মাহমুদ।
শফিকুল ইসলাম শাওন বলেন, ‘ফুটবল নিয়ে বিশ্বজুড়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের টানটান উত্তেজনার মধ্যে নিজেদের মাঝে আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্যই এই প্রীতি ফুটবল ম্যাচ। ভবিষ্যতে এ ধরনে আরও ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।