পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় শেরপুরের নালিতাবাড়ীতে চার গ্রামের মাানুষের চলাচলের একটি রাস্তার ২০০ ফুট বৃষ্টি হলে ডুবে যায়। জলাবদ্ধতায় বছরের ছয় মাস চরম দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীর।
এলাকার লোকজন জানান, উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের শেহড়াতলী গ্রামের তিন কিলোমিটার রাস্তার একাংশ সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়। এ সড়ক দিয়েই শেহড়াতলী, বনপাড়া, ছালুয়াতলা, খরখরিয়াকান্দা গ্রামের অন্তত ২০ হাজার মানুষ যাতায়াত করে। পুরো বর্ষায় রাস্তা পানিতে তলিয়ে থাকায় রিকশা-গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। হেঁটে কাদাপানিতে মাখামাখি হয়ে যাতায়াত করতে হয়।
এলাকার আমজাদ কবিরাজ বলেন, ‘বর্ষা শুরুর পর ছয় মাস আমাদের চলাচলের রাস্তাটিতে হাঁটু পানি থাকে। চেয়ারম্যান মেম্বরদের বারবার বলেও কাজ হচ্ছে না।’
নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, রাস্তাটি ইটের সলিং করার সময় পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল। এখন ২০০ ফুট রাস্তায় পানি জমে থাকে, তবে দ্রুতই রাস্তা সংস্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।