বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনায় চলে গেলেন অন্তঃসত্ত্বা নারী চিকিৎসক

  •    
  • ২৫ জুন, ২০২১ ২২:৫৯

দিনার জেবিনের ভাই মুহাইমিনুর রহমান বলেন, ‘দুই সপ্তাহ আগে জেবিনের করোনা শনাক্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় মারা গেছেন চট্টগ্রামের এক নারী চিকিৎসক।

মীর দিনার জেবিন নামে ওই চিকিৎসক চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার সকাল ৭টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দিনার জেবিনের ভাই মুহাইমিনুর রহমান বলেন, ‘দুই সপ্তাহ আগে জেবিনের করোনা শনাক্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

ডা. দিনার জেবিন রাজধানীর হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজের সাবেক শিক্ষার্থী।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) হিসাব অনুযায়ী, এ নিয়ে সারা দেশে ১৫৭ চিকিৎসক করোনায় মারা গেছেন।

এ বিভাগের আরো খবর