একজনকে ছুরিকাঘাতের চেষ্টা হচ্ছে। দৃশ্যটি দেখে তাকে রক্ষায় এগিয়ে গেলেন আরেক যুবক। পরে হামলাকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল তার। তবে তিনি যাকে রক্ষা করতে গিয়েছিলেন, তিনি প্রাণে বাঁচতে পেরেছেন।
নিজের জীবন দিয়ে অন্যের জীবন রক্ষা করা এই যুবকের নাম মো. হারেস। বয়স আনুমানিক ২৬ বছর। তিনি চট্টগ্রামের একটি বাজারে মাছের দোকানে কাজ করতেন। প্রাথমিকভাবে তার সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
শুক্রবার সন্ধ্যার দিন ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের ডবলমুরিং এলাকার ব্যাপারীপাড়া মোড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন নিউজবাংলাকে জানান, মো. জসিম নামের এক যুবক অজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেল আরোহীকে ছুরিকাঘাত করার চেষ্টা করছিলেন। বিষয়টি দেখে হারেস এগিয়ে যান।
হারেস ওই যুবককে বাঁচানোর চেষ্টা করলে জসিম তাকেই ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর স্থানীয়রা জসিমকে গণপিটুনি দেয়। পুলিশ তাকে আহত অবস্থায় আটক করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
কী কারণে জসিম মোটরসাইকেল আরোহীকে ছুরিকাঘাত করার চেষ্টা করছিলেন, সেটি এখনও জানতে পারেননি ওসি মহসীন। আর সেই যুবকের পরিচয়ও জানতে পারেননি তিনি।
স্থানীয়রা জানান, ঘটনার পর সেই যুবক ঘটনাস্থল ছেড়ে চলে যান। ফলে তার কাছ থেকে তথ্য পাওয়ার সুযোগ ছিল না।