ভারত, নেপাল ও ভুটান থেকে আসা মালবাহী ট্রাক চালকদের অবাধ চলাচলের কারণে করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক ঝুঁকিতে পড়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর।
স্থানীয় লোকজন জানান, চতুর্দেশীয় বাণিজ্যিক স্থলবন্দর বাংলাবান্ধায় বিভিন্ন দেশের চালকেরা গাড়ি রেখে এলাকার হাটবাজার-দোকানপাটে ঘুরে বেড়াচ্ছেন। ভারতে করোনার ডেল্টা ভেরিয়েন্ট মহামারির কারণে তেঁতুলিয়া চরম ঝুঁকির মধ্যে পড়েছে। ভারতীয় ট্রাক চালকদের সঙ্গে কাজ করা লোড-আনলোড শ্রমিকরা ছড়িয়ে পড়ছেন জনসাধারণের মধয়ে। বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন জানান, স্থলবন্দরে অন্য দেশ থেকে আসা ট্রাক চালকদের স্থানীয় বাজারে চলাচল না করাতে সতর্ক করা হয়েছে।
তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মাসুদ হাসান বলেন, ‘এ সপ্তাহে চিকিৎসা নিতে আসা সাত রোগীকে সন্দেহবশত করোনা টেস্ট করালে তিন জন পজিটিভ হয়েছেন। এখনই সবাই স্বাস্থ্যবিধি না মানলে ভারতীয় ভ্যারিয়েন্ট মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল কাশেম বলেন, ‘সীমান্ত ঘেঁষা তেঁতুলিয়া ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের চরম ঝুঁকিতে আছে। আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনকে আরও কঠোর প্রদক্ষেপ নিতে হবে।’
উপজেলায় বর্তমানে ১৫ করোনা রোগীকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা জানান, বাংলাবান্ধায় ভারতীয় ট্রাক চালকদের অবাধ বিচরণ বন্ধে স্থলবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। এছাড়া জনসাধারণকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে নিয়মিত মাইকিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।