কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফেরদৌস জানান, আহত দুই শ্রমিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আরেক জনকে প্রfথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
চট্টগ্রামের কর্ণফুলীতে একটি নির্মাণাধীন সেতুর রেলিং ভেঙে তিন শ্রমিক আহত হয়েছেন।
উপজেলার শিকলবাহা ইউনিয়নের কালারপুল এলাকায় শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফেরদৌস।
তিনি জানান, আহত বিপুল ও মফিজকে প্রথমে স্থানীয় সাউথ হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আরেক জনকে প্রথামিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তার নাম জানা যায়নি।
পরিদর্শক (ওসি তদন্ত) মোহাম্মদ ফেরদৌস নিউজবাংলাকে বলেন, ‘রাতে নির্মাণাধীন ওই ব্রিজের রেলিংয়ের তিনটি অংশ ধসে পড়ে। এ ঘটনায় আহত হন তিন নির্মাণশ্রমিক।’