ভোলার চরফ্যাশনে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে প্রবাসীর স্ত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
অভিযোগে বলা হয়, উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে শুক্রবার সকালে সৌদি প্রবাসী আহসান সাব্বিরের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাব্বিরের ভাই সাখাওয়াত হোসেন বাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় প্রতিপক্ষ মো. আমজাদ মেম্বারের সমর্থকরা ওই বাড়িতে হামলা চালায়। এ সময় ৪টি মোটরসাইকেলসহ বাড়ি ভাঙচুর করে তারা। লুট করে নিয়ে যায় প্রায় ১০ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার।
আহতদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় শশীভূষণ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান সাখাওয়াত হোসেন বাহার।
তবে এই অভিযোগ অস্বীকার করেন নবনির্বাচিত মেম্বার আমজাদ। তিনি বলেন, ‘এই ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি বাড়িতেই ছিলাম না। তারা নির্বাচনে পরাজিত হয়ে নিজেরাই নিজেদের বাড়ি ভাঙচুর করে দায় আমার ওপরে চাপাতে চাচ্ছে।’শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।