চট্টগ্রামে আলাদা দুর্ঘটনায় কিশোরসহ দুজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার নগরের পতেঙ্গা ও পশ্চিম খুলশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিকেল সাড়ে ৩টার দিকে পতেঙ্গা সমুদ্র সৈকতে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত হয় মো. হানিফ নামের এক কিশোর।
১২ বছরের হানিফ নগরের ইপিজেড এলাকার মো. সাগরের ছেলে। সে স্থানীয় লোটাস আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া নিউজবাংলাকে বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে হানিফ তার এক আত্মীয়ের সঙ্গে পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে যায়। ওই এলাকায় রাস্তা পার হওয়ার সময় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় আহত হয় সে। উদ্ধার করে তাকে বিকেলে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শীলব্রত আরও জানান, হানিফের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পাথরবোঝাই ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন।
চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী আবাসিক এলাকায় রাত সোয়া ৮টার দিকে অটোরিকশা থেকে ড্রেনে পড়ে নিহত হন শরীফ নামের এক তরুণ। ২৩ বছরের শরীফের বাড়ি পশ্চিম খুলশী আবাসিক এলাকায়।
এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ‘অসাবধানতাবশত অটোরিকশা থেকে ড্রেনে পড়ে গুরুতর আহত হন শরীফ। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
শরীফের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে চলে জানান এএসআই শীলব্রত।