বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লরির ধাক্কায় ৫ শ্রমিক আহত, সড়ক অবরোধে ভোগান্তি

  •    
  • ২৪ জুন, ২০২১ ২২:১৪

বেলা ৩টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় শ্রমিকরা টোটাল ফ্যাশনের কারখানায় যাচ্ছিলেন। পথে একটি লরি ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে পাঁচ শ্রমিক আহত হন।

নারায়ণগঞ্জের বন্দরে ট্যাংকলরির ধাক্কায় পোশাক কারখানার পাঁচ শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কামতাল এলাকায় টোটাল ফ্যাশন কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ শ্রমিকরা পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বস্তা ফেলে ব্যারিকেড দেয়ায় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন অনেকে। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন গিয়ে পরিস্থিতি শান্ত করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় শ্রমিকরা টোটাল ফ্যাশনের কারখানায় যাচ্ছিলেন। পথে একটি লরি ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে পাঁচ শ্রমিক আহত হন।

তাদের মধ্যে শফিকুল ইসলাম ও জাহিদ হোসেন নামে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাইফুল নামের আরেক শ্রমিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ জানায়, লরিচাপায় শ্রমিক আহতের ঘটনায় কারখানার অন্য শ্রমিকরা বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে রোগীবাহী অ্যাম্বুলেন্স, বাস, মাইক্রোবাস ও পণ্যবাহী কয়েক হাজার যান আটকা পড়ে।

বন্দর উপজেলার ইউএনও শুক্লা সরকার নিউজবাংলাকে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে।

এ বিভাগের আরো খবর