বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অভিযোগের পাহাড়, তবু বহাল তবিয়তে তহশিলদার

  •    
  • ২৪ জুন, ২০২১ ১৯:৪০

ভুক্তভোগীদের অভিযোগ, বিভিন্ন দপ্তরে একাধিক লিখিত অভিযোগের পরও স্বপদে থেকে দিব্যি দুর্নীতি করে যাচ্ছেন তহশিলদার সাহাদৎ। বরং প্রতিকার না হওয়ায় সাহাদতের সিন্ডিকেটের কাছে এখন অসহায় হয়ে পড়েছেন তারাই।

একজনের জমি আরেকজনের নামে বন্দোবস্ত, জবরদখল, ভূমিহীন পরিবারের বসতভিটা অন্যের নামে বন্দোবস্ত দেয়া, একই জমি থেকে একাধিকবার মালিকের নাম খারিজ করে দেয়াসহ প্রকাশ্যে ঘুষ-বাণিজ্য। শুনানির দিন অভিযোগকারী দম্পতিকে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের ঘটনাও ঘটেছে।

এত সব অভিযোগ যার বিরুদ্ধে, তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) সাহাদৎ হোসেন।

ভুক্তভোগীদের অভিযোগ, বিভিন্ন দপ্তরে একাধিক লিখিত অভিযোগের পরও স্বপদে থেকে দিব্যি দুর্নীতি করে যাচ্ছেন সাহাদৎ। বরং প্রতিকার না হওয়ায় সাহাদতের সিন্ডিকেটের কাছে এখন অসহায় হয়ে পড়েছেন তারাই।

‘সাহাদৎ চক্রের’ সবশেষ হয়রানির শিকার উপজেলার যাদুরচর ইউনিয়নের জাবেদ আলী-হাফিজা বেগম দম্পতি। টাকা নিয়েও কাজ না করার অভিযোগের শুনানির দিন এই দম্পতিকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ উঠেছে সাহাদতের চক্রের বিরুদ্ধে।

ভুক্তভোগীর লিখিত অভিযোগে বলা হয়, গত ৬ জুন সাহাদতের বিরুদ্ধে তাদের অভিযোগের শুনানি ছিল এসি ল্যান্ড অফিসে। ওই দিন বেলা ১১টার দিকে অফিসের কাছাকাছি পৌঁছলে ভূমিহীন দম্পতি জাবেদ আলী-হাফিজা বেগমকে অপহরণ করেন তহশিলদার ও তার লোকজন।

উপজেলা ভূমি অফিসের পাশেই কাঁচাবাজারের চারতলা ভবনের একটি কক্ষে প্রায় ২ ঘণ্টা আটকে রেখে তাদের ওপর চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন।

ঘটনাটি জেলা প্রশাসন পর্যন্ত পৌঁছালে তাদের হস্তক্ষেপে সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ তাদের উদ্ধার করেন।

জাবেদ জানান, তাদের একমাত্র বসতভিটার ১৬ শতক জমি ভুল করে খাস খতিয়ানভুক্ত হয়। সেই জমিতে তারা ঘর তুলে বাবা-দাদার সময় থেকে বসবাস করছেন। ওই ভূমি বন্দোবস্ত করে দেবেন বলে তাদের কাছ থেকে ৫৫ হাজার টাকা নেন তহশিলদার সাহাদৎ হোসেন।

১৬ শতক জমির মধ্যে ৯ শতক বন্দোবস্তও করে দেন। বাকি ৭ শতক জমি না পেয়ে টাকা ফেরত চেয়ে চলতি বছরের ২১ জানুয়ারি রৌমারী ভূমি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন তারা।

তহশিলদার সাহাদতের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের কাছে দেয়া অভিযোগ

তিনি আরও জানান, অভিযোগের বিষয়ে জানতে পেরে কয়েক দিন পর ১৫ হাজার টাকা ফেরত দেন সাহাদাৎ। বাকি টাকা ফেরতসহ অন্য ৭ শতক জমির নাম দ্রুত খারিজ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে একটি সাদা কাগজে টিপসই নেন তহশিলদার।

দীর্ঘদিন ঘুরেও জমি খারিজ ও বাকি টাকা না পেয়ে গত ১২ এপ্রিল তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেন। পরে নোটিশের মাধ্যমে সহকারী কমিশনারের কার্যালয়ে ৬ জুন ডাকা হয় তাকে।

জাবেদের অভিযোগ, ওই দিন স্ত্রীসহ তিনি উপজেলার থানা মোড়ে পৌঁছালে তহশিলদার সাহাদৎ হোসেনের নেতৃত্বে মাইদুল ইসলাম, আনিছুর রহমান মুক্তা, নজরুল ইসলাম, বাবু মিয়াসহ ১০-১২ জন তাদের দুজনকে তুলে নিয়ে গিয়ে প্রায় ২ ঘণ্টা আটকে রাখেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে তারা উদ্ধার হন।

ওই দিনই তহশিলদার সাহাদৎ হোসেনসহ ১০-১২ জনকে আসামি করে রৌমারী থানায় লিখিত অভিযোগ দেন তারা।

শুধু জাবেদ দম্পতি নয়, তহশিলদার সাহাদতের বিরুদ্ধে অভিযোগ করেছেন ইউপি চেয়ারম্যান থেকে শুরু করেছেন স্থানীয় অনেকে।

যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলীর অভিযোগ, কোনো প্রকার যাচাই-বাছাই, মাঠ জরিপ ছাড়াই যাদুরচর ইউনিয়ন পরিষদের নামে দলিল করা ও ভোগদখলে থাকা পুকুরের ৩০ শতক জমি অবৈধভাবে স্থানীয় পাঁচ ব্যক্তির নামে বন্দোবস্ত দেন তহশিলদার সাহাদৎ হোসেন ও সার্ভেয়ার আব্দুল আউয়াল।

ভূমি অফিসের এই দুই কর্মকর্তার প্রত্যক্ষ মদদে গত ৫ এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে ইউনিয়ন পরিষদের পুকুরপাড় জবরদখল করে পাঁচটি ছোট ঘর তোলেন বন্দোবস্ত নেয়া ব্যক্তিরা।

এ নিয়ে ৬ এপ্রিল সাহাদৎ, আব্দুল আউয়ালসহ সাতজনের বিরুদ্ধে রৌমারীর ইউএনও এবং থানায় লিখিত অভিযোগ দেয়া হয়।

উপজেলার সদর ইউনিয়নের বড়াইবাড়ি এলাকার রফিকুল ইসলাম নামে এক ভুক্তভোগী বলেন, মায়ের নামে থাকা ১৬ শতক জমির নাম খারিজ করে দেবেন বলে সাহাদৎ তার কাছ থেকে দুই ধাপে সাড়ে ৬ হাজার টাকা নিয়েছেন। কিন্তু নাম খারিজ করে দিচ্ছেন না। এক বছর ধরে ঘোরাচ্ছেন।

মায়ের চিকিৎসার খরচ ও অভাবের কারণে জমিটি বিক্রি করা ছাড়া তার কোনো উপায় নেই জানিয়ে তিনি বলেন, নাম খারিজ না থাকায় জমিটি বিক্রি করতে পারছেন না।

যাদুরচর পূর্বপাড়া এলাকার ভূমিহীন আবু বক্কর মিয়া জানান, তার ভোগদখলে থাকা পৈতৃক বসতভিটার ২৪ শতক জমি ‘অবৈধভাবে’ তিনজনের নামে বন্দোবস্ত করে দিয়েছেন সাহাদৎ হোসেন।

একই এলাকার আবুল কালামের অভিযোগ, ৫৩ বছর ধরে তাদের ভোগদখল ও রেকর্ড করা ১৩ শতক জমি যাচাই-বাছাই ও মাঠ জরিপ ছাড়াই টাকার বিনিময়ে ২০১৭ সালে একই এলাকার আবুল ফজল গংদের নামে করে দেন সাহাদৎ।

বিষয়টি জানতে পেরে তিনি মিস কেস করলে আবুল ফজল গংদের নাম খারিজটি ২০২০ সালে বাতিল হয়। তবে একই বছর জমিটি আবার আবুল ফজল গংদের নামে করে দেন সাহাদৎ।

এ নিয়ে গত ২৮ জানুয়ারি তিনি সাহাদৎসহ আটজনকে আসামি করে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

আমজাদ হোসেন নামে আরেকজন বলেন, ‘তহশিলদার সাহাদতের বিরুদ্ধে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। হিসাব করলে পাহাড়সম অভিযোগ তার বিরুদ্ধে, কিন্তু তিনি স্বপদে বহাল রয়েছেন।

‘তার বিরুদ্ধে কেউ অভিযোগ করলে তার সিন্ডিকেটের সদস্যদের লেলিয়ে দেয়া হয় অভিযোগকারীদের ক্ষতি করার জন্য। তহশিলদারের সিন্ডিকেটের কাছে সবাই অসহায়।’

তহশিলদার সাহাদৎ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিন বলেন, ‘আমার নামে সব অভিযোগ ভিত্তিহীন। আমার সম্পর্কে যদি কিছু জানতে হয়, তবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসি ল্যান্ড সাহেবের কাছে জানতে পারবেন।’

এই বলে তিনি মোবাইল সংযোগ কেটে দেন।

থানায় দেয়া একটি অভিযোগ

সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদের কাছে তহশিলদার সাহাদৎ হোসেনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া নিয়ে জানতে চাইলে তিনি প্রথমে অস্বীকার করেন। পরে স্বীকার করলেও প্রতিবেদন না করার অনুরোধ করেন। অভিযোগ পাওয়ার বিষয়টি কেন লুকাতে চাচ্ছেন, এমন প্রশ্নের জবাবে তানভীর আহমেদ বলেন, ‘আমি মাত্র এক মাস আগে এখানে যোগদান করেছি। তহশিলদারের বিরুদ্ধে আনা সব অভিযোগ নিয়ে তদন্ত চলছে।

‘তদন্ত শেষে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। আমি এ অফিসের সব অনিয়ম-দুর্নীতি দূর করার চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা চাই। আর আমার নাম বাদ দিয়ে রিপোর্ট করার অনুরোধ করছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, ‘রৌমারী সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ পেয়েছি, সবগুলো নতুন যোগদানকারী এসি ল্যান্ডকে তদন্তের দায়িত্ব দিয়েছি। তদন্ত প্রতিবেদন পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর