বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পল্লীবিদ্যুতের সাবস্টেশনে দুর্ধর্ষ ডাকাতি

  •    
  • ২৪ জুন, ২০২১ ১৮:২১

বুধবার রাত সাড়ে ১০টার দিকে কুশুরা জোনাল অফিসের ওই সাবস্টেশনে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা অফিসের স্টাফদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ও মারধর করে ছয়টি ট্রান্সফরমার, তার, কম্পিউটার, নগদ টাকা, মোবাইল ফোন ও কাপড়চোপড় লুট করে।

ঢাকার ধামরাইয়ে বালিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে পল্লীবিদ্যুৎ সমিতির একটি জোনাল অফিসের সাবস্টেশনে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে স্টাফদের বেঁধে ও মারধর করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

কর্তৃপক্ষের দাবি, সাড়ে চার লাখ টাকার বৈদ্যুতিক ট্রান্সফরমার ও স্টাফদের মালামালসহ মোট সাত লক্ষাধিক টাকার জিনিসপত্র লুট করেছে ডাকাত দল। আহত ব্যক্তিদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩-এর আওতাধীন ধামরাইয়ের কুশুরা জোনাল অফিসের সাবস্টেশন পরিদর্শনে গিয়েছেন বলে নিউজবাংলাকে জানান ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে কুশুরা জোনাল অফিসের ওই সাবস্টেশনে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা অফিসের স্টাফদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ও মারধর করে ছয়টি ট্রান্সফরমার, তার, কম্পিউটার, নগদ টাকা, মোবাইল ফোন ও কাপড়চোপড় লুট করে।

কুশুরা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে এম আব্দুল্লাহ আল নোমান নিউজবাংলাকে বলেন, ‘গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আমাদের এই সাবস্টেশনে ওয়াকিটকি হাতে ডিবি পুলিশের পোশাকধারী কয়েকজন ব্যক্তি গেটে নক করছিলেন। তখন আমাদের একজন গেট খোলার আগে বলেন, তা হলে আমাদের ইনচার্জকে ফোন দিয়ে অনুমতি নিই। কিন্তু ফোন দেয়ার আগেই ওরা ১০-১২ জন দ্রুত গেট টপকে ভেতরে ঢুকে তার ফোনটা কেড়ে নিয়ে মারধর শুরু করে দেয়। এরপর ওরা ভেতরে ঢুকে আমাদের আরও চারজন স্টাফকে মারধর করে ও বেঁধে রেখে টাকাপয়সা ও মালামাল লুট করে। এরপর ডাকাতরা একটি পিকআপ সাবস্টেশনের ভেতরে ঢুকিয়ে ছয়টি ট্রান্সফরমারসহ বাকি মালামাল নিয়ে পালিয়ে যায়।’

কত টাকার জিনিসপত্র লুট হয়েছে, এমন তিনি প্রশ্নে বলেন, ‘আনুমানিক সাড়ে চার লাখ টাকার ট্রান্সফরমার নিয়ে গেছে। আর স্টাফদের ব্যক্তিগত মালামাল ও নগদ টাকাসহ প্রায় তিন লাখ টাকা। মোট সাত লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে ডাকাতরা। তবে ওরা তার নেয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। আমরা থানায় অভিযোগ করেছি।’

সিসিটিভিতে চেনা গেছে কি না, এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ওখানে আসলে কনস্ট্রাকশনের কাজ চলছে। কিছু কিছু সাবস্টেশনের কাজ এখনও বাকি আছে। ওখানে সিসিটিভি নেই।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পল্লীবিদ্যুতের কুশুরা সাবস্টেশন অফিসে তদন্তে এসেছি। তবে আমরা এখনও লিখিত অভিযোগ পাইনি। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর