সাতক্ষীরার আশাশুনিতে ইজিবাইকের ধাক্কায় পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে।
উপজেলার কোদন্ডা গ্রামের আমতলা মোড়ে আশাশুনি-ঘোলা সড়কে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নয়ন হোসেনের বাড়ি কোদন্ডা গ্রামে।
স্থানীয় লোকজন জানান, শ্রীউলার ঘোলার দিক থেকে একটি ইজিবাইক আশাশুনি সদরের দিকে যাচ্ছিল। আমতলা মোড়ে পৌঁছালে ইটবোঝাই ট্রলিকে সাইড দেয়ার সময় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নয়নকে ধাক্কা দেয়।
শিশুটিকে গুরুতর অবস্থায় আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর নিউজবাংলাকে জানান, ইজিবাইকসহ চালককে আটক করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।