ঢাকার সাভারে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে তার সহকর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বৃহস্পতিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, ধর্ষণের ঘটনাটি ২২ জুনের। হেমায়েতপুরের একটি বাড়িতে ওই নারীকে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলার এজাহারের বরাতে ওসি জানান, হেমায়েতপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন ওই নারী। ২২ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুই সহকর্মী তাকে তুলে ওই বাড়িতে নিয়ে যায়। সেখানে তাদের আরেক সহযোগী আসে। তিনজনই ওই নারীকে ধর্ষণ করে।
ওসি মাইনুল বলেন, বুধবার ওই নারীর মা থানায় এসে তিনজনকে আসামি করে ধর্ষণের মামলা করেন। আসামিদের বৃহস্পতিবার আদালতে তোলা হবে। ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।