ভোলার বোরহানউদ্দীনে একটি বাড়ির পাশের ডোবা থেকে ইমাম উদ্দিন নামে দুই বছর বয়সী এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার বড় মানিকা ইউনিয়নের নতুন বাজার এলাকায় বুধবার দুপুর ২টার দিকে ওই শিশুর বাড়ির পাশের ডোবা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
নিউজবাংলাকে তথ্যটি নিশ্চিত করেন বোরহানউদ্দীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন।
শিশু ইমাম বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিয়াদ হোসেন ও মিনজু বেগম দম্পতির ছেলে।
স্বজনদের বরাত দিয়ে ওসি মাজহারুল জানান, দুপুরের দিকে শিশু ইমামকে ঘরে রেখে তার মা মিনজু বাইরে যায়। পরে ঘরে এসে ওই শিশুকে না পেয়ে বাড়ির চারপাশে খোঁজা হয়। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবার পানিতে শিশু ইমামের দেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
তিনি আরও জানান, ময়নাতদন্ত না করার আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।