সড়ক দুর্ঘটনায় পা হারাতে বসা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহীনুজ্জামান লিমনের পাশে দাঁড়িয়েছে প্রান্তিক ফাউন্ডেশন নামের যুক্তরাষ্ট্রপ্রবাসীদের একটি সংগঠন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদের হাতে বুধবার দুপুরে এক লাখ টাকার চেক তুলে দেন সংগঠনের নেতারা। পরে উপাচার্য সংশ্লিষ্ট বিভাগের প্রধানের হাতে এই অর্থ তুলে দেন।
পায়ে অস্ত্রোপচারের জন্য লিমনের তার আরও তিন লাখ টাকা প্রয়োজন।
চেক প্রদানের সময়ে সংগঠনের প্রধান ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক রফিউল আজম নিশার খান, একই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজিজুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান উপস্থিত ছিলেন।
২০১৮ সালের ১৪ এপ্রিল মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন লিমন। সেই সময়ে তার ডান পায়ে অস্ত্রোপচার করতে হয়েছিল। দুই বছর পর সিএনজিচালিত অটোরিকশায় চড়ার সময় দুর্ঘটনায় ফের ওই পায়ের হাড় ভেঙে ফেলেন লিমন।
সে সময় তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। আর্থিক অনটনের কারণে তিনি ঢাকায় থাকতে পারেননি। পরে তিনি নীলফামারীর কিশোরগঞ্জ গ্রামের বাড়িতে চলে আসেন।
শাহীনুজ্জামান লিমন নিউজবাংলাকে বলেন, ‘আমি পঙ্গু হাসপাতাল থেকে রিলিজ নিয়ে মোহাম্মদপুরের মোফাখখারুল ইসলাম বারির অধীনে চিকিৎসা নেয়া শুরু করি।
‘ফেব্রুয়ারি মাসে তিনি আমাকে দেখে বলেন, দেড় মাসের মধ্যে অপারেশন করাতে হবে। এ জন্য ৪ লাখ টাকা প্রয়োজন। কিন্তু আমার পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। যে কারণে অপারেশন হচ্ছে না।’
প্রান্তিক ফাউন্ডেশনের প্রধান রফিউল আজম নিশার খান জানান, ‘লিমন আমাদের বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। আমাদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। এভাবে অন্যরা এগিয়ে এলে লিমন সুস্থ হয়ে উঠবে, আবারও হাঁটতে পারবে, ফিরতে পারবে বিশ্ববিদ্যালয়ে।’