বরিশালে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আটক করা হয়েছে ট্রাকচালককে।
নগরীর আমতলা মোড়ে বুধবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ট্রাকে গ্যাস সিলিন্ডার ছিল। মোটরসাইকেল ও ট্রাকটি রুপাতলী থেকে নথুল্লাবাদের দিকে যাচ্ছিল। আমতলার মোড় এলাকায় পণ্যবাহী গাড়িটি বাইকটিকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইকের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
ট্রাকচালক রবিউলকে আটক করা হয়েছে। নিহতরা হলেন বাকেরগঞ্জের বিদ্যুৎ বিশ্বাস ও সদর উপজেলার রাব্বি। তাদের বয়স ২৩ থেকে ২৪ বছরের মধ্যে।
ওসি জানান, নিহতদের সঙ্গে থাকা মোবাইল ফোনও ভেঙে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হাসান আলী বলেন, ‘ট্রাকটির চাকার নিচে একটি ডেডবডি এবং অপর ডেডবডি পাশে পড়ে থাকতে দেখি। লাশ দুটি উদ্ধার করে পুলিশের কাছে দেয়া হয়েছে।’