বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডুমুরিয়ায় বেড়েছে গরু চুরি, রাত জেগে পাহারা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৩ জুন, ২০২১ ১০:২৮

গোনালী গ্রামের আব্দুল হালিম বলেন, তিন বছর ধরে তারা দুটি গরু পালন করেছেন। টাকা ধার করেও গরুর খাবার জোগাড় করেছেন। স্বপ্ন ছিল কোরবানির ঈদে গরু বিক্রি করে ঘরবাড়ি ঠিক করবেন। কিন্তু গত বুধবার রাতে তার গোয়ালঘর থেকে দুটি গরুই চুরি হয়ে গেছে।

কোরবানির ঈদ সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় গরু চুরি বেড়েছে। গভীর রাতে খামার বা গোয়ালঘর থেকে তিন-চারটি পর্যন্ত গরু চুরি হচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার খামারিরা। এ অবস্থায় সারা রাত জেগে গরু পাহারা দিচ্ছেন তারা।

ডুমুরিয়ার প্রায় প্রত্যেক বাড়িতে গরু পালন করা হয়। এ ছাড়া অনেকেই খামার গড়ে তুলেছেন। খামারে ২০টি, ৫০টি ও ১০০টি পর্যন্ত গরু রয়েছে। এসব গরু পালন করে অনেকে সাবলম্বীও হয়েছেন। কিন্তু কোরবানি ঈদ সামনে রেখে উপজেলায় গরু চোরের উপদ্রব বেড়েছে।

উপজেলার বামুন্দিয়া গ্রামের বাসিন্দা আব্দুল করিম ও শরিফুল ইসলাম জানান, চলতি মাসে অন্তত ১৫টি গরু চুরি হয়েছে। কিন্তু চোর ধরা পড়ছে না। ফলে গরুর মালিকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

শুক্রবার গভীর রাতে ডুমুরিয়ার মধুগ্রামের মো. রেজোয়ান গাজীর বাড়ি থেকে তিনটি গরু চুরি হয়।

রেজোয়ান গাজী বলেন, রাত ২ থেকে ৩টার মধ্যে এই চুরি হয়। বাড়ির পাকা বাউন্ডারির গেটের তালা ভেঙে গোয়াল থেকে বিদেশি জাতের দুটি গাভি ও একটি বকনা বাছুর নিয়ে যায় চোরেরা। এর মধ্যে একটি গাভির বাচ্চা দেয়ার সময় হয়েছে।

চুরি হওয়া তিনটি গরুর মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা বলে দাবি করেন তিনি।

বামুন্দিয়া গ্রামের হাবিবুর রহমান সরদার জানান, তার শ্বশুরবাড়ি থেকে গভীর রাতে তিনটি গরু চুরি হয়েছে। কোরবানি ঈদে বিক্রির জন্য তারা গরুগুলো পালন করছিলেন।

গোনালী গ্রামের আব্দুল হালিম জানান, তিন বছর ধরে তারা দুটি গরু পালন করেছেন। টাকা ধার করেও গরুর খাবার জোগাড় করেছেন। স্বপ্ন ছিল কোরবানির ঈদে গরু বিক্রি করে ঘরবাড়ি ঠিক করবেন। কিন্তু গত বুধবার রাতে তার গোয়ালঘর থেকে দুটি গরুই চুরি হয়ে গেছে।

বামুন্দিয়া গ্রাামের বাসিন্দা সন্দিপন বিশ্বাস জানান, গরু চুরির ঘটনায় তারা আতঙ্কিত। তাই সারা রাত জেগে গরু পাহারা দিচ্ছেন। চোরেরা সাধারণত রাস্তার পাশের বাড়ি দেখে দেখে টার্গেট করছে।

এ ব্যাপারে জানতে চাইলে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উবাইদুর রহমান বলেন, ‘সাত থেকে আটটি গরু চুরি খবর এসেছে। চুরি রোধে মোড়ে মোড়ে পাহারা ও রাস্তায় টহল বাড়ানো হয়েছে। এ ছাড়া সবাইকে সচেতন করা হচ্ছে।’

প্রয়োজনে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পাহারা জোরদার করা হবে বলে জানান তিনি।

গরু চুরি ঠেকাতে গোয়ালঘর ও খামারের সামনে বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে রাখাসহ নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন ওসি উবাইদুর।

এ বিভাগের আরো খবর