বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কারখানায় বিস্ফোরণ, শ্রমিকের মরদেহ ‘গুমের চেষ্টা’

  •    
  • ২৩ জুন, ২০২১ ০৯:৫৩

ওসি বলেন, মরদেহ উদ্ধারে গিয়ে কারখানার মালিক-শ্রমিক কাউকেই পাওয়া যায়নি। বিস্ফোরণের সময় সেখানে গেলেও সব নিয়ন্ত্রণে বলে ফায়ার সার্ভিসকে ফিরিয়ে দেয়া হয়। এরপর এলাকার লোকজন তাদের ফোন করে জানায় যে ভেতরে একটি মরদেহ আছে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানার বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ বলছে, কারখানার মালিকপক্ষ শ্রমিক নিহত হওয়ার বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে।

ফতুল্লা মডেল থানার কাছে আজাদ প্লাজা নামের চারতলা ভবনের নিচতলা আজাদ ডাইং কারখানায় মঙ্গলবার রাতে এই বিস্ফোরণ হয়।

নিহত শ্রমিকের নাম শরীফ মিয়া। তার বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান।

তিনি বলেন, মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি জানান, রাতে আজাদ ডাইংয়ের ভেতর থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আগুন নিভিয়ে ফেলায় তারা ফিরে যায়।

পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ খবর পায় ভেতরে দগ্ধ মরদেহ আছে। এরপর তারা সেখানে গিয়ে মরদেহ কাপড়ে পেঁচানো অবস্থায় পান। পুরো গায়ে সাদা পাউডার ছিটানো ছিল।

ওসি বলেন, মরদেহ উদ্ধারে গিয়ে কারখানার মালিক-শ্রমিক কাউকেই পাওয়া যায়নি। বিস্ফোরণের সময় সেখানে গেলেও সব নিয়ন্ত্রণে বলে ফায়ার সার্ভিসকে ফিরিয়ে দেয়া হয়। এরপর এলাকার লোকজন তাদের ফোন করে জানায় যে ভেতরে একটি মরদেহ আছে।

ওসির ধারণা, শ্রমিক মৃত্যুর বিষয়টি ধামাচাপা দেয়ার ও মরদেহ গুম করার পরিকল্পনা ছিল কারখানার মালিকপক্ষের। এলাকার লোকজন বিষয়টি টের পেয়ে যাওয়ায় মরদেহ ফেলে পালিয়ে যান তারা।

এ কারণে মরদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানান ওসি রকিবুজ্জামান।

এ বিভাগের আরো খবর