ময়মনসিংহের মুক্তাগাছা ও ফুলবাড়িয়া উপজেলায় মঙ্গলবার ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন চারজন।
তাদের মধ্যে মুক্তাগাছায় ট্রাকচাপায় প্রাণ হারান তিন মোটরসাইকেল আরোহী। আর হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ফেরার সময় ফুলবাড়িয়ায় প্রাণ হারিয়েছে এক স্কুলছাত্র।
মঙ্গলবার রাত ৮টার দিকে মুক্তাগাছার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের হরিণাতলা এলাকায় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে উপজেলার ঘোগা ইউনিয়নের চারিপাড়া গ্রামের সেলিম মিয়া, সবুজ মিয়া ও অন্তর মিয়া নামে তিন যুবক নিহত হন।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম।
তিনি জানান, তিন যুবক এক মোটরসাইকেলে উপজেলার রসুলপুর থেকে চারিপাড়া নিজেদের গ্রামে আসছিলেন। পথে হরিণাতলা এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় অন্য দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকটি জব্দ এবং চালক ইনসানকে আটক করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
এদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ড্রামট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আরিফ হোসেন প্রান্ত নামে এক স্কুলছাত্র নিহত হয়। আহত হয় আরও দুজন।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের লক্ষ্মীপুরের ইটভাটাসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্রান্তর বাড়ি ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের দেউনাইপাড় গ্রামে। সে সরকারি ফুলবাড়িয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, প্রান্তর মা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে মাকে দেখে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিল সে। পথে একটি ড্রামট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশায় থাকা প্রান্তসহ তিনজন গুরুতর আহত হয়। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে প্রান্তকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওসি বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে ড্রামট্রাকটি জব্দ করা হয়েছে। পলাতক ট্রাকচালককে চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।