কলেজছাত্রীর ছবি ও নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে সেখান থেকে বিভিন্নজনকে অশ্লীল বার্তা পাঠানোর অভিযোগে গাজীপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে টঙ্গীর খরতৈল ব্যাংকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভিকটিম কলেজছাত্রী ‘পুলিশ সাইবার সাপোর্ট উইমেন’ সার্ভিসের ফেসবুক পেজে একটি অভিযোগ জানায়। সেই অভিযোগের সূত্র ধরে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মো. জোবায়ের আহমেদ আবির ওরফে ফাহিমের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট থানার গুনিয়ারী কান্দা এলাকায়। তিনি টঙ্গী পশ্চিম থানার খরতৈল ব্যাংকপাড়া এলাকায় কাজিম উদ্দিন ম্যানেজারের বাড়িতে ভাড়া থেকে টিউশনি করতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, জোবায়ের ফেসবুকে মানিকগঞ্জের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু ওই মেয়ের বান্ধবী মানিকগঞ্জ মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী তাকে অচেনা যুবকের সঙ্গে প্রেম করতে নিষেধ করে। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে জোবায়ের ওই বান্ধবীর ছবি সংগ্রহ করে ফেসবুকে একটি ভুয়া অ্যাকাউন্ট খোলেন। সেই ছবি ব্যবহার করে ওই অ্যাকাউন্ট থেকে তার নিকট আত্মীয় ও পরিচিতজনদের নানা আপত্তিকর ও অশ্লীল মেসেজ পাঠান।
পরে ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ নামের ফেসবুক পেজে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে প্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান চালিয়ে টঙ্গী থেকে জোবায়রেকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে সাইবার অপরাধের কাজে ব্যাবহৃত একটি মোবাইল সেট ও সিম উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, সোমবার রাতে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে কলেজছাত্রী। সেই মামলায় মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।