বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাঁদপুরে আবারও এজেন্ট ব্যাংকে চুরি

  •    
  • ২৩ জুন, ২০২১ ০০:০২

আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক শাখার ম্যানেজার মিজানুর রহমান বলেন, ‘সোমবার মধ্যরাতে চুরির ঘটনা ঘটে থাকতে পারে। চোরচক্র ব্যাংকে পূর্ব পাশের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ভল্টে থাকা ৫ লাখ ২৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। ঘটনাটি জানার সাথে সাথে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি।’

চাঁদপুরে আবারও এজেন্ট ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। এবার হাজীগঞ্জ উপজেলায় আল আরাফা ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক শাখায় চুরি করেছে চোরচক্র।

সোমবার মধ্যরাতে হাজীগঞ্জ উপজেলার বেলচো বাজারে এজেন্ট ব্যাংকে এই ঘটনা ঘটে। চোরচক্র জানালার গ্রিল কেটে ভিতরে ঢোকে এবং ব্যাংকের ভল্ট ভেঙে নগদ ৫ লাখ ২৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

এর আগে কচুয়া উপজেলায় ইসলামী ব্যাংক ও ফরিদগঞ্জ উপজেলায় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংক শাখায় চুরির ঘটনা ঘটে।

আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক শাখার ম্যানেজার মিজানুর রহমান বলেন, ‘সোমবার মধ্যরাতে চুরির ঘটনা ঘটে থাকতে পারে। চোরচক্র ব্যাংকে পূর্ব পাশের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ভল্টে থাকা ৫ লাখ ২৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। ঘটনাটি জানার সাথে সাথে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি।’

এজেন্ট ব্যাংক শাখার এজেন্ট আফজাল হোসেন বলেন, চুরির ঘটনার খবর পেয়ে পুলিশকে জানাই। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, এই শাখাটি নতুন করা হয়েছে। দুই মাস আগে এর কার্যক্রম শুরু হয়। তবে ব্যাংকে কোনো সিসি ক্যামরা লাগানো ছিল না।

এ ঘটনায় পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, চুরির ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করি অতি দ্রুত চোরচক্রকে ধরে আইনের আওতায় আনা যাবে। ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে জড়িতদের আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

এ ব্যাপারে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, আমরা চুরির অভিযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোরচক্রকে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় ব্যাংকের এজেন্ট আফজাল হোসেন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এর আগে ৭ জুন মাঝরাতে কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় চুরি হয়। এ সময় ভল্ট ভেঙে নগদ ৮ লাখ ১৬ হাজার ৪২২ টাকা চুরি করা হয়। এ ঘটনায় সাত লাখ টাকাসহ ব্যাংকের ম্যানেজার মামুন খান, ক্যাশিয়ার মাহাবুব আলম ও মামুনের বোন সুলতানা রাজিয়াকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এই ঘটনার দুই দিন পরে ৯ জুন ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে ফকিরের বাজারে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পাশে অবস্থিত ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংক শাখায় ৬ লাখ টাকা চুরি হয়। পরে ১১ জুন ব্যাংকের পাশে ঝোপের ভেতর গর্ত থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।

এ বিভাগের আরো খবর