করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সাত দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। ২৩ থেকে ৩০ জুন পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।
জেলা প্রশাসনের সভায় মঙ্গলবার বেলা ৩টায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লকডাউনের মধ্যে অন্য উপজেলার মানুষ যেমন এই উপজেলায় আসতে পারবেন না, তেমনি ফটিকছড়ি উপজেলার মানুষও অন্য উপজেলায় যেতে পারবেন না।
ঢুকতে পারবেন না অন্য কোনো জেলার মানুষও। এ জন্য মঙ্গলবার রাত ১২টা থেকে সব সড়ক বন্ধ থাকবে। তবে খাদ্যপণ্য, কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী গাড়ি এর আওতামুক্ত থাকবে। ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকলেও নিত্যপ্রয়োজনীয় দোকান বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
এদিকে করোনার সংক্রমণ বৃদ্ধিতে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সব ধরনের দোকানপাট রাত ৮টার পর থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ওষুধের দোকান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।
মহানগরে ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন একজন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২২৬ জনের। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৩৯৭ জন।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ১৩১ জন ও উপজেলায় ৯৫ জন। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬৬২ জন।