বাগেরহাটের মোংলায় কার্গো জাহাজ থেকে পড়ে পশুর নদীতে নিখোঁজ নৌশ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
মঙ্গলবার বিকেলে পশুর নদীর লাউডোব খেয়াঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। সোমবার দুপুরে ‘এমভি মোকসেদুর-ফেনী’ নামে কার্গো জাহাজ থেকে পড়ে তিনি নিখোঁজ হন।
মৃত জাবের আলী ওই জাহাজে লস্কর হিসেবে কাজ করতেন। তার বাড়ি নড়াইলের চুনখোলা গ্রামে।
মোংলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরশাদ আলী বলেন, ‘সোমবার দুপুরে নিখোঁজের খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করি। খুলনার একটি ডুবুরিদলও আমাদের সঙ্গে উদ্ধারকাজে অংশ নেয়। মঙ্গলবার বিকেলে ডুবে যাওয়া স্থান থেকেই তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।’
জাহাজের মাস্টার আবদুর রশিদ জানান, দুপুরে পশুর নদীর লাউডোব খেয়াঘাটে বাঁধা জাহাজের রশি খুলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন জাবের। এর পরপরই মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন, খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরিদল, কোস্টগার্ড ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।