গণেশ চন্দ্র মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে যান তিনি।
ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে গণেশ চন্দ্র নামে ৬০ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে যশোর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী রকেট মেইল ট্রেনটি কোটচাঁদপুর স্টেশনে পৌঁছানোর সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত গণেশ চন্দ্রের বাড়ি কোটচাঁদপুর পৌর এলাকা।
কোটচাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক আনাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, গণেশ চন্দ্র মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে যান তিনি।
কোটচাঁদপুর রেলস্টেশনের মাস্টার নুরুল হক জানান, দুর্ঘটনার পরপরই খুলনা ও যশোর জিআরপি পুলিশ ফাঁড়িতে খবর দেয়া হয়। পরে জিআরপি পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।