বাগেরহাটের শরণখোলায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় সিফাত হোসেন নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ট্রলিচালক হাসানকে আটক করেছে পুলিশ।
শরণখোলা উপজেলার অগ্রদূত ফাউন্ডেশনের সামনের সড়কে মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
১২ বছর বয়সী সিফাত উপজেলার উত্তর সোনাতলা গ্রামের সৌদিপ্রবাসী সোহাগ চৌকিদারের ছেলে। সে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, সিফাত প্রাইভেট পড়া শেষে সাইকেলে করে রায়েন্দা বাজারের বাসায় ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে শ্যালো ইঞ্জিনচালিত বালুবোঝাই ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় ট্রলিচালক হাসানকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।