বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উখিয়ায় সড়কে ঝরল দুই প্রাণ

  •    
  • ২২ জুন, ২০২১ ১৫:০৮

‘বটতলীসংলগ্ন এলাকায় কক্সবাজারমুখী মাইক্রোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উখিয়া হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।’

কক্সবাজারের উখিয়া কোটবাজারে সিএনজি অটোরিকশা-মাইক্রোর সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত দুইজন।

ক্লাশপাড়া বটতলী এলাকায় মঙ্গলবার বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ মনজুর মোর্শেদ।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

স্থানীয় কয়েকজন জানান, বটতলীসংলগ্ন এলাকায় কক্সবাজারমুখী মাইক্রোর সঙ্গে বিপরীত দিকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উখিয়া হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বড়ুয়াও।

এ বিভাগের আরো খবর