জয়পুরহাটে শিশু অপহরণ মামলায় সাত বছরের কারাদণ্ড পাওয়া আসামি ৩২ বছর পর গ্রেপ্তার হয়েছেন।
কালাই থানার পুলিশ বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রাম থেকে মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করে।
আসামির নাম আব্দুল মতিন মণ্ডল। তার বাড়ি কালাইয়ের ইটাইল গ্রামে। এখন তার বয়স ৬০ বছর।
জেলা পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভূঞা জানান, শিশু অপহরণ মামলায় ১৯৮৯ সালের জুলাই মাসে জেলা দায়রা ও জজ আদালত আব্দুল মতিন মণ্ডলকে সাত বছরের কারাদণ্ড দেয়। ওই ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি। সে সময় তার বয়স ছিল ২৮ বছর।
তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে শাজাহানপুরের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসপি জানান, আসামিকে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে।