নারায়ণগঞ্জ নগরীর নলুয়াপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের বিদ্যুতের তার জড়িয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের নলুয়াপাড়া এলাকায় সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শ্রমিকরা হলেন মো. রাজু ও ফরহাদ হোসেন। তাদের বাড়ি সুনামগঞ্জে।
এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক শিবলী কায়েত।
তিনি নিউজবাংলাকে জানান, নলুয়াপাড়া এলাকার কাউসার মিয়ার নির্মাণাধীন ভবনে রড ওঠানোর সময় রাস্তার পাশে থাকা হাই ভোল্টেজের তারে জড়িয়ে পড়েন রাজু ও ফরহাদ।
স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন করলে কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আসাদুজ্জামান নিউজবাংলাকে জানান, ওই দুই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা গেছেন। তাদের মধ্যে একজনের শরীর পুড়ে গেছে।