প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০ স্কুলছাত্রীকে বাইসাইকেল দেয়া হয়েছে।
মান্দা উপজেলা পরিষদ চত্বরে সোমবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্কুলছাত্রীদের বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সংসদ সদস্য মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি যুক্ত হন।
শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হালিম।
বাইসাইকেল পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা।
বাইসাইকেল পেয়ে কেমন লাগছে, জানতে চাইলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী সিমা এক্কা বলে, ‘আমি চকরঘুনাথ উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ি। আমার বাবা অনেক কষ্ট করে পড়াশোনা করায়। প্রতিদিন দুই-তিন কিলোমিটার দূরে স্কুল যেতে হয়। অনেক কষ্ট হলেও পায়ে হেঁটেই যেতে হয়। গরিব বাবার কাছ থেকে সব সময় যাতায়াতের খরচও চাইতে পারি না। এখন থেকে আর পায়ে হেঁটে যেতে হবে না। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ ইউএনও স্যার আমাদের বাইসাইকেল দিয়েছেন। সে জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
বাইসাইকেল পাওয়া স্বর্ণা এক্কা নামের আরেক শিক্ষার্থী বলে, ‘একদিন বাবার কাছে খুব জেদ করে বসেছিলাম যে, বাইসাইকেল কিনে দিতেই হবে। তখন বাবা কাছে ডেকে বলছিল, মা আমি গরিব মানুষ, তিন বেলা তোদের নিয়ে একটু খেয়ে-পরে বেঁচে থাকার জন্য দিনরাত কাজ করে যাচ্ছি। এত টাকা দিয়ে সাইকেল কিনে দেয়া আমার পক্ষ যে সম্ভব নয়রে মা, বলে বাবা খুব কেঁদেছিল। আজ প্রধানমন্ত্রী বাইসাইকেল দিয়েছেন, সে জন্য খুবই আনন্দ লাগছে।’
জাতীয় আদিবাসী পরিষদের মান্দা উপজেলা শাখার সভাপতি নিরিন চন্দ্র এক্কা বলেন, ‘আজ ১০ জন আমাদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্কুলছাত্রীকে বাইসাইকেল উপহার দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। এর আগেও ৩০ জনকে বাইসাইকেল দেয়া হয়েছিল। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুস ছালাম প্রামাণিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমসহ শিক্ষার্থী ও অভিভাবকরা।