প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পটুয়াখালীর ১৯টির মধ্যে ১৬টিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন ক্ষামতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। বাকি তিনটিতে জয় স্বতন্ত্র প্রার্থীর।
সোমবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট হয়। সন্ধ্যায় বেসরকারি ফল ঘোষণা করেন উপজেলা নির্বাচনি কর্মকর্তারা।
জেলার সিনিয়র নির্বাচনি কর্মকর্তা খান আবি শাহানুর খান জানান, নৌকা প্রতীকে জয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন দুমকী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে নজরুল ইসলাম, আঙ্গারিয়া ইউনিয়নে সৈয়দ গোলাম মরতুজা ও মুরাদিয়া ইউনিয়নে মো. মিজানুর রহমান শিকদার।
গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নে সাজ্জাদ হোসেন রিয়াদ, আমখোলা ইউনিয়নে কামরুজ্জমান মনির, রতনদী তালতলী ইউনিয়নে গোলাম মোস্তফা খান এবং গোলখালী ইউনিয়নে নাসির উদ্দিন হাওলাদার।
দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান হয়েছেন আবুল কালাম।
এ ছাড়া বাউফল উপজেলার বগা ইউনিয়নে আওয়ামী লীগের মাহমুদ হাসান, কনকদিয়া ইউনিয়নে শাহিন হাওলাদার, কাছিপাড়া ইউনিয়নে রফিকুল ইসলাম, আদাবাড়িয়া ইউনিয়নে মঞ্জুরুল আলম, ধুলিয়া ইউনিয়নে হুমায়ুন কবির দেওয়ান এবং কেশবপুর ইউনিয়নে সালেহ উদ্দিন আহমেদ পিকু চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হওয়া তিনজন হলেন বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের এনামুল হক আলকাস মোল্লা, দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের আসাদুজ্জামান সোহাগ এবং আলীপুরা ইউনিয়নের আতিকুল রহমান সাগর।
এর আগে বাউফল উপজেলার দুই ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন কালাইয়া ইউনিয়নে ফয়সাল আহমেদ মনির মোল্লা এবং কালীশুরি ইউনিয়নে অধ্যক্ষ নেছার উদ্দিন শিকদার।