বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেহেরপুরে করোনা শনাক্তের হার ৪৭ শতাংশ

  •    
  • ২২ জুন, ২০২১ ০০:০১

জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে বতর্মানে ৩১৭ জনে। এর মধ্যে চলতি মাসেই আক্রান্ত হয়েছে ২৮৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে যত জনের করোনা পরীক্ষা করা হয়েছিল তার প্রায় অর্ধেকেরেই করোনা পজিটিভ এসেছে।

১০৩ জনের নমুনা পরীক্ষার ফল সোমবার রাত সাড়ে নয়টার সময় ফল পায় জেলা স্বাস্থ্য বিভাগ। যার মধ্যে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭.৩৮ যা এ যাবৎকালের সর্বোচ্চ।

করোনার দ্বিতীয় ঢেউয়ে মেহেরপুরে এ মাসে একদিনে এটি সর্বোচ্চ শনাক্তের হার বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এ পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে। যার মধ্যে সদর উপজেলায় ১৩ জন, গাংনী উপজেলায় ১৩ জন ও মুজিবনগরে ৭ জন।

জেলা সিভিল সার্জন অফিস জানায়, জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে বতর্মানে ৩১৭ জনে। এর মধ্যে চলতি মাসেই আক্রান্ত হয়েছে ২৮৮ জন।

জেলায় নতুন শনাক্ত ৪৬ জনের মধ্যে সদর উপজেলায় ২৩ জন,গাংনী ১২ জন মুজিবনগর ৯ জনের ও মেহেরপুরে অবস্থানরত চুয়াডাঙ্গার ২ জন।

জেলায় করোনা সক্রমণ ঠেকাতে গাংনী উপজেলার সীমান্ত এলাকা তেঁতুলবাড়িয়া ও হিন্দা এবং মুজিবনগর সিমান্ত এলাকা আনন্দবাসকে ১৪ দিনের লকডাউন ঘোষণাসহ পুরো জেলাকে কঠোর বিধি নিষেধের আওতায় আনা হয়েছে।

মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব মানাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানও চালু আছে।

মেহেরপুর সিভিল সার্জন নাসির উদ্দীন বলেন, ‘স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রচার প্রচারণার কমতি না থাকলেও জনগণ স্বাস্থ্য সচেতন নয়। মাস্ক ব্যবহারেও উদাসীন তারা। এ কারণে সংক্রমণের হার বেড়েই চলেছে।’

করোনা সংক্রমণ থেকে নিজেকে নিরাপদে রাখতে এবং স্বজনদের রক্ষায় জনগণকে আরও দায়িত্বশীল হতে বলেছেন তিনি।

এ বিভাগের আরো খবর