বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কলম্বিয়া থেকে আনা অজগরটি বাঁচল না

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ জুন, ২০২১ ২৩:৪৭

দুই দিন আগে টঙ্গীর আনোয়ার ইস্পাতের আনা লোহার কাঁচামাল আনলোড করতে গেলে সাপটি নজরে আসে। পরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে খবর দিলে তারা গিয়ে সাপটি উদ্ধার করে সাফারি পার্কে হস্তান্তর করে। সেখানকার কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় সাপটি মারা যায়।

কলম্বিয়া থেকে চার মাস সমুদ্র পথ পাড়ি দিয়ে কন্টেইনারে করে আসা অজগর সাপটি গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে মারা গেছে।

সোমবার সাপটি মারা যায় বলে নিশ্চিত করেছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান।

দুই দিন আগে টঙ্গীর আনোয়ার ইস্পাতের আনা লোহার কাঁচামাল আনলোড করতে গেলে সাপটি নজরে আসে।

পরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে খবর দিলে তারা গিয়ে সাপটি উদ্ধার করে সাফারি পার্কে হস্তান্তর করে। সেখানকার কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় সাপটি মারা যায়।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, ‘বোয়া কনস্ট্রিক্টর জাতের প্রায় ৬ ফুট লম্বা সাপটির পেটে আঘাতের চিহ্ন ছিল। সাপটি তিন-চার মাস না খেয়ে থাকায় বেশ দুর্বল হয়ে পড়েছিল। তাছাড়া এদেশের পরিবেশ সাপটির জন্য ততটা উপযোগী নয়। সোমবার সাফারি পার্কে বিশেষ ব্যবস্থাপনায় কোয়ারেন্টাইনে রাখা অবস্থায় অসুস্থ অজগরটি মারা যায়।’

বন্যপ্রাণী গবেষকরা জানান, এই প্রজাতির সাপের বাংলাদেশে বিচরণ নেই। যদিও ‘বোয়া কনস্ট্রিক্টর’ প্রজাতির অজগরের কাছাকাছি এটি, তবে এটি কোনোভাবে প্রকৃতিতে ছাড়া যাবে না। সাপটি প্রকৃতিতে ছাড়লে পরিবেশ ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়তে পারে।

এ বিভাগের আরো খবর