বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যালট ছিনতাইয়ের অভিযোগে তিনজনের কারাদণ্ড

  •    
  • ২১ জুন, ২০২১ ২২:৩০

নির্বাচন চলার সময় জালভোট দেয়ার উদ্দেশ্যে চারটি ব্যালট বই, সিল ও কালি ছিনতাই করে কেন্দ্রের বাইরে নিয়ে যান ওই তিনজন। কেন্দ্রের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে তাদের আটক এবং একটি ব্যালট বই উদ্ধার করেন।

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিল, কালি ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঝালকাঠির অতিরিক্ত বিচারিক হাকিম আবির পারভেজ এ দণ্ড দেন।

কারাদণ্ড পাওয়া তিনজন হলেন ৪ নম্বর ওয়ার্ডের তালা প্রতীকের প্রার্থী মাহতাবের সমর্থক নারগিস বেগম, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী রুমানা ইয়াসমিনের সমর্থক সুমন হোসেন এবং একই ওয়ার্ডের মহিলা সদস্য প্রার্থী মর্জিনা বেগমের সমর্থক সাথী আক্তার।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম নিউজবাংলাকে জানান, নির্বাচন চলার সময় জালভোট দেয়ার উদ্দেশ্যে চারটি ব্যালট বই, সিল ও কালি ছিনতাই করে কেন্দ্রের বাইরে নিয়ে যান ওই তিনজন। কেন্দ্রের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে তাদের আটক এবং একটি ব্যালট বই উদ্ধার করেন।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরে তাদের ছয় মাসের সাজা দেয়া হয়।

এ বিভাগের আরো খবর