বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খালের স্রোতে তলিয়ে দুই শিশুর মৃত্যু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ জুন, ২০২১ ২০:৩৬

ইউপি সদস্য একরাম হোসেন জানান, দুপুরে জুয়েল ও জেহাদ খালের পানিতে খেলছিল। হঠাৎ স্রোতের মধ্যে পড়ে যায় একজন। আরেকজন তাকে উদ্ধারের চেষ্টাকালে সেও ওই স্রোতের মধ্যে পড়ে ডুবে যায়।

পাবনা সদরের মালিগাছা ইউনিয়নে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মনোহরপুর বড়ব্রিজ সংলগ্ন খালে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

যাদের মৃত্যু হয়েছে তারা হলেন, মনোহপরপুর গ্রামের আবুল হোসেনের ১৩ বছরের ছেলে জুয়েল রানা ও জিয়াউর রহমানের ১৩ বছরের ছেলে জেহাদ হোসেন।

ইউপি সদস্য একরাম হোসেন জানান, দুপুরে জুয়েল ও জেহাদ খালের পানিতে খেলছিল। হঠাৎ স্রোতের মধ্যে পড়ে যায় একজন। আরেকজন তাকে উদ্ধারের চেষ্টাকালে সেও ওই স্রোতের মধ্যে পড়ে ডুবে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধারে তল্লাসী শুরু করলে, প্রায় দেড় ঘণ্টা পর জেহাদকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর জুয়েলকে পাওয়া যায় বিকেল সাড়ে তিনটার দিকে। উদ্ধারের পর হাসপাতালে নেয়া হলে, চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর