করিমগঞ্জ থানার ওসি জানান, সোমবার দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে গ্রামের কয়েক শিশু মিলে খেলছিল। এক পর্যায়ে আয়শা ও আশা মনি পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পুকুরে তাদের লাশ ভেসে ওঠে।
কিশোরগঞ্জের করিমগঞ্জের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার গুণধর ইউনিয়নের দক্ষিণ আশতকা গ্রামে এ ঘটনা ঘটে।
দুই শিশু হলো গ্রামের আবুল কাসেমের ১০ বছর বয়সী মেয়ে আয়েশা আক্তার এবং কামাল মিয়ার ৯ বছর বয়সী মেয়ে আশামনি।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম নিউজবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে গ্রামের কয়েক শিশু মিলে খেলছিল। এক পর্যায়ে আয়শা ও আশা মনি পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পুকুরে তাদের লাশ ভেসে ওঠে।
স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার করে।