ঝালকাঠি পৌরসভায় টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের লিয়াকত আলী তালুকদার।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোষিত বেসরকারি ফলে দেখা গেছে, তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৫৯২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন ৪১৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের আফজাল হোসেন পেয়েছেন ৫৯৪ ভোট।
আফজাল হোসেন দুপুরে ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন।
ঘোষিত ফলে দেখা যায়, এ পৌরসভার ১নং ওয়ার্ড থেকে যুবলীগ নেতা রেজাউল করিম জাকির টানা তৃতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
২নং ওয়ার্ডে দ্বিতীয় বারের মতো কাউন্সিলর হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
৩নং ওয়ার্ডে কাউন্সিলর হয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আলআমিন। ৪নং ওয়ার্ডে যুবলীগ নেতা কামাল শরীফ এবং ৫নং ওয়ার্ডে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কর্মকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হয়েছেন।
৬নং ওয়ার্ডের কাউন্সিলর হয়েছেন শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস হাওলাদার। ৭নং ওয়ার্ডে টানা ৪র্থ বারের মতো নির্বাচিত হয়েছে হুমাউন কবির খান।
৮নং ওয়ার্ডে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল এবং ৯নং ওয়ার্ডে হুমাউন কবির সাগর কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে তাসলিমা বেগম টানা দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত ৪, ৬, ও ৭ নম্বর ওয়ার্ডে মালা বেগম এবং ৫, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।