বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৯ দিনের কঠোর বিধিনিষেধে গাজীপুর

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ জুন, ২০২১ ২০:০৭

গাজীপুরের ডিসি জানান, করোনার ব্যাপক বিস্তার নিয়ন্ত্রণে মঙ্গলবার সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত গাজীপুরে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। কঠোর বিধিনিষেধে জেলা শহরে প্রবেশের প্রত্যেকটি পয়েন্টে পুলিশের চেকপোস্ট থাকবে।

করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ নিয়ন্ত্রণে ৯ দিনের জন্য গাজীপুরে জনসাধারণের চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করেছে প্রশাসন।

মন্ত্রিপরিষদ বিভাগের (মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা) উপসচিব রেজাউল করিমের সই করা পত্রে এ বিধিনিষেধ জারি করা হয়।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত গাজীপুরে ৯ দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, এ সময়ে শুধু আইনশৃঙ্খলা ও জরুরি পরিষেবা, কৃষি উপকরণ, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, গণমাধ্যমের যান চলাচল করবে।

এ ছাড়া, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবাসংশ্লিষ্ট অফিস, তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক, লরিও কঠোর নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

৯ দিন পর করোনা পরিস্থিতি পর্যালোচনা করে জেলা করোনা প্রতিরোধ কমিটির মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানান ডিসি।

এদিকে কঠোর বিধিনিষেধ জারি হওয়ায় পুলিশ সদস্যদের মাঠ পর্যায়ে অধিক সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ দক্ষিণ) জানান, কঠোর বিধিনিষেধে গাজীপুর শহরে প্রবেশের প্রত্যেক পয়েন্টে পুলিশের চেকপোস্ট থাকবে। জনগণকে লকডাউন মেনে চলার জন্য উৎসাহিত করবে পুলিশ।

এ বিভাগের আরো খবর