সাভারের আশুলিয়ায় গাড়ি ধোয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গ্যারেজ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার মাদবরবাড়ীর খাঁন ইকুইপমেন্ট নামের একটি গ্যারেজে সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত আল আমিনের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার মানিকপুর গ্রামে। তিনি আশুলিয়াতে (একটি ভাড়া বাড়িতে থাকতেন) খাঁন ইকুইপমেন্ট গ্যারেজের শ্রমিক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির নিউজবাংলাকে জানান, সকালে ওই গ্যারেজে একটি গাড়ি পরিষ্কার করতে যান আল আমিন। মূলত বৈদ্যুতিক সংযোগের স্প্রে মেশিনের মাধ্যমে গাড়ি ধোয়ার কাজ করেন গ্যারেজের শ্রমিকরা। এ সময় ওই মেশিনের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আল আমিন। গুরুতর আহত অবস্থায় আল আমিনকে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আল মামুন বলেন, মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।