বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দাঁড়িয়ে থাকা ৩ জনকে কাভার্ড ভ্যানের চাপা

  •    
  • ২১ জুন, ২০২১ ১২:৫২

ওসি মশিউর রহমান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নে সোমবার রাত ৩টার দিকে ময়মনসিংহগামী একটি ট্রাকের চাকা পাংচার হয়। এ সময় মহাসড়কের পাশে ট্রাকটি রেখে শাহ আলম চাকা পরিবর্তন করছিলেন। আর তার পাশে দাঁড়িয়ে ছিলেন হেলপার ও তার ভাতিজা। এ সময় ময়মনসিংহগামী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

ময়মনসিংহের ভালুকায় কাভার্ড ভ্যানের চাপায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকসহ তিনজন নিহত হয়েছেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা হবিরবাড়ী ইউনিয়নে সোমবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ট্রাকের চালক শাহ আলম, হেলপার রবিউল মাঝি ও চালকের ভাতিজা রাব্বী।

শাহ আলমের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দায়। রাব্বীর বাড়ি ঢাকার ১৪/সি রহিকেন রায় রোডে। আর হেলপার রবিউল মাঝির বাড়ি ঝালকাঠি উপজেলার কেফায়েত নগরে।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

ওসি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নে সোমবার রাত ৩টার দিকে ময়মনসিংহগামী একটি ট্রাকের চাকা পাংচার হয়। এ সময় মহাসড়কের পাশে ট্রাকটি রেখে শাহ আলম চাকা পরিবর্তন করছিলেন। আর তার পাশে দাঁড়িয়ে ছিলেন হেলপার ও তার ভাতিজা। এ সময় ময়মনসিংহগামী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রাব্বীর মৃত্যু হয়।

ওসি আরও জানান, মরদেহ এখনও (দুপুর সোয়া ১২টা) পুলিশ ফাঁড়িতে আছে। নিহত ব্যক্তিদের পরিবারকে জানানো হয়েছে। তারা এলেই মরদেহ হস্তান্তর করা হবে। কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো খবর