চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঝিনাইদহ মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান সোমবার বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার নোয়াগ্রাম গ্রামের মহিদ শেখ, একই গ্রামের জিনায়েদ ও তার স্ত্রী মিম খাতুন, মিনহাজুল ইসলাম, অভি মোল্লা, একই উপজেলার সুক্তোক গ্রামের কামরুল ফরাজি, একই গ্রামের শিউলি শেখ, মনিরা বেগম।
বিজিবির এই কর্মকর্তা জানান, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৮টার দিকে জীবননগর ইসলামী ব্যাংকের সামনে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে তিন নারীসহ আটজনকে আটক করা হয়। তারা সবাই বাংলাদেশি নাগরিক।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলার পর জীবননগর থানায় দেয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।