গ্রেপ্তার শাওন শেখ ও মো. মাসুদের বাড়ি উপজেলার সোনাপুর গ্রামে। তাদের হেফাজতে ৫১ বোতল ফেনসিডিল পাওয়া গেছে।
মেহেরপুরের মুজিবনগরে এক বিশেষ অভিযানে ৫১ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
উপজেলার সোনাপুরে সোমবার গভীর রাতে পুলিশ এ অভিযান চালায়। দুজনকে গ্রেপ্তার করা হলে তাদের সহযোগীরা পালিয়ে যায়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম জানান, গ্রেপ্তার শাওন শেখ ও মো. মাসুদের বাড়ি উপজেলার সোনাপুর গ্রামে। তাদের হেফাজতে ৫১ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। বেশ কিছুদিন ধরে শাওন ও মাসুদ নিজ এলাকায় মাদক সেবন ও বিক্রি করে আসছিল।
গ্রেপ্তার যুবকদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মুজিবনগর থানায় হস্তান্তর করেছে জেলা গোয়েন্দা পুলিশ।