চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী ও শিশুসহ ৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে বিজিবি।
রোববার রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে মানুষ এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগর সীমান্তের করিমপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৮ জনকে আটক করা হয়। তারা সবাই বাংলাদেশি নাগরিক।
আটক ব্যক্তিরা হলেন-খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার নারায়ণপুর গ্রামের লিয়াকত খানের ছেলে আজিজুর খান, একই উপজেলার হাতিরাবাদ গ্রামের ইছাহক আলী শেখের ছেলে সলেমান শেখ, ফুলবাড়ী গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে গাউছ শেখ, তার স্ত্রী সাবিনা খাতুন, তার ছেলে সাব্বির হোসেন শেখ, নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবুপুর গ্রামের মিকাইল শিকদারের ছেলে শাহিন শেখ, হাড়িভাঙ্গা গ্রামের তারা মিয়ার ছেলে মুন্না মিয়া ও রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হরিনবাড়ীয়া গ্রামের শহিদ শেখের মেয়ে অজিফা খাতুন (২২)।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান আরও জানান, আটককৃতদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইন ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মামলাও করা হয়েছে।