ঢাকার সাভারে দিনে-দুপুরে বাড়ির নারীদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছুরি ও চাপাতিসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে ।
সকাল সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার ইমান্দিপুরে মৃত নুরুল ইসলামের বাড়িতে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় রোববার রাত ৮টার দিকে সাভার মডেল থানায় লুট হওয়া বাড়ির সদস্য মোছা. শামসুন্নাহার একটি লিখিত অভিযোগ করেন।
তিনি অভিযোগ করেন, পাঁচ জনের ডাকাত দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে প্রায় ৩০ ভরি স্বর্ণ ও ২ লাখ টাকা লুট করেছে।
আটক ব্যক্তিরা হলেন- সাভার পৌর এলাকার মধ্য ইমান্দিপুর মহল্লার মো. অপু ও জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ধরনজিল গ্রামের সুমন ওরফে নুর আলম।
লুট হওয়া বাড়ির মেয়ের জামাই গিয়াস উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘আমি পরিবার নিয়ে সাভারের বিরুলিয়া থাকি। ইমান্দিপুরে আমার শ্বশুরবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। আমার স্ত্রীর তিন ভাই ২০-২৫ বছর ধরে মালয়েশিয়া থাকেন। শ্বশুরবাড়িতে তাদের স্ত্রীরা ও আমার বৃদ্ধা শাশুড়ি থাকেন। এক ভাইয়ের আট-নয় বছরের একটি ছেলে রয়েছে।
‘বাড়িতে প্রাপ্তবয়স্ক কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগে রোববার সকালে ৫-৬ জনের একদল ডাকাত পিস্তল, রামদা, ছুরি, চাপাতি নিয়ে আমার শ্বশুরবাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির নারীদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটতরাজ করতে থাকে। তারা আলমারি থেকে প্রায় ৩১ ভরি স্বর্ণ ও নগদ প্রায় ২ লাখ টাকা লুট করে।
‘এ সময় শ্বশুরবাড়ি থেকে বিষয়টি আমাকে ফোন করে জানালে আমি কয়েকজনকে সঙ্গে নিয়ে দ্রুত সেখানে আসি। এ সময় তিনজন দেয়াল টপকে পালিয়ে গেলেও দুইজনকে ধরে স্থানীয়রা পিটুনি দেয়। পরে পুলিশে খবর দেয়া হলে তাদের আটক করে নিয়ে যায়।’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ছুরি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেই সঙ্গে পলাতক ডাকাতদের আটক ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।