বাংলাদেশের উন্নয়ন দেখে পাকিস্তান হা-হুতাশ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার বেলা ৩টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১৬৫ গৃহহীন অতিদরিদ্র পরিবারের মাঝে আশ্রয়ণ প্রকল্পের জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রাঙ্গুনিয়ার বেতাগী বহলপুর আশ্রয়ণ প্রকল্পে উপকারভোগীদের মাঝে মুজিব শতবর্ষ উপলক্ষে দুই শতক জমিসহ ঘরের কবুলিয়তনামা হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সব মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচকে পাকিস্তান আমাদের পেছনে। এ নিয়ে তারা হা-হুতাশ করছে। আর মাথাপিছু আয়ের ক্ষেত্রে আমরা ভারতকে পেছনে ফেলেছি। ভারতে মানুষের মাথাপিছু আয় যেখানে ২ হাজার ডলার, সেখানে আমাদের মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলারে উন্নীত হয়েছে; জুন মাসে তা আরও বাড়বে। আমরা মানব উন্নয়ন সূচক এবং সামাজিক সূচকে ভারতকে বহু আগেই পেছনে ফেলেছি।’
এর আগে গণবভন থেকে রাঙ্গুনিয়ায় অনলাইনে সংযুক্ত হয়ে দ্বিতীয় পর্যায়ের দুই শতক জমিসহ সেমিপাকা ঘর দেয়ার কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রাঙ্গুনিয়া প্রান্ত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান ও উপকারভোগী জাহানারা বেগম প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ইউএনও এ সময় দুই দফায় রাঙ্গুনিয়ার ১৬৫ গৃহহীন অতিদরিদ্র পরিবারের মাঝে দুই শতক জমিসহ সেমিপাকা ঘর হস্তান্তর এবং দলীয়ভাবেও আরও কিছু ঘরের নির্মাণকাজ চলছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সব অর্জন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। যেখানে সবাই প্রশংসা করছে, সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলেন? দেশের ৫০ বছরের অর্জন নিয়ে তিনি যে কথা বলেছেন, তাতে মনে হচ্ছে বয়সের কারণে ওনার মতিভ্রম ঘটেছে। বিএনপির ডাক্তারদের সংগঠন ড্যাবকে অনুরোধ জানাব মির্জা ফখরুলের মানসিক স্বাস্থ্যের পরীক্ষা করাতে।’
তিনি বলেন, দেশে দরিদ্র মানুষের সংখ্যা ৪১ শতাংশ থেকে ২০ শতাংশে নেমে এসেছে। খাদ্যঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তর হয়েছে। আজকে বিশ্বের পত্রপত্রিকায় লেখা হচ্ছে, একসময়ের ঋণ গ্রহীতা বাংলাদেশ এখন অন্য দেশকে ঋণ দেয়। বিএনপি এবং তাদের মিত্ররা এসব উন্নয়ন দেখে না। তাদের রাজনীতির মূল বিষয় হচ্ছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য এবং তারেক রহমানের শাস্তি।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, আগে অনেক মানুষের মানসম্মত ঘর ছিল না, বঙ্গবন্ধুকন্যার ঘোষণা অনুযায়ী এখন ঘরের সমস্যারও সমাধান হয়েছে। এখন যারা ঘর পেয়েছেন, তারা কখনো স্বপ্নেও ভাবেননি এভাবে জমিসহ ঘর পাবেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলবেন। স্বপ্নকেও হার মানিয়েছে তাদের প্রাপ্তি।’
তিনি বলেন, ‘আমরা সাম্প্রতিক সময়ে দুই শ বিলিয়ন ডলার শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছি। আমরা আরও দেশকেও ঋণ দেয়ার পরিকল্পনা নিয়েছি।’
বেগম জিয়ার সুস্বাস্থ্যের সঙ্গে দীর্ঘায়ু কামনা করে তথ্যমন্ত্রী বলেন, সুস্থ হয়ে খালেদা জিয়া বাড়ি ফিরে যাওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, দেশে তিনি সুচিকিৎসা পেয়েছেন। তারা যে বিদেশে নিয়ে যাওয়ার দাবি করেছিলেন তা অমূলক প্রমাণ হয়েছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান, ডিআইজি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, মেয়র শাহজাহান সিকদারসহ অনেকে।