চট্টগ্রামে ট্রাক ও কনটেইনারবাহী লরির সংঘর্ষে লরিচালকের সহকারী নিহত হয়েছেন।
নগরীর পাহাড়তলী থানার টোল রোড এলাকায় রোববার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আরিফ রাঙ্গুনিয়ার জঙ্গল বগাবিল এলাকার নুরুল আবছারের ছেলে। তার বয়স ২২ বছর।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম হোসেন নিউজবাংলাকে বলেন, ‘চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার নিয়ে ঢাকায় যাওয়ার পথে কাট্টলী টোল রোড এলাকায় একটি ট্রাকের সঙ্গে লরির সংঘর্ষ হয়। এতে লরিচালকের সহযোগী গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে এখনো মামলা হয়নি।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া নিউজবাংলাকে বলেন, ‘রোববার বেলা পৌনে দুইটার দিকে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’